৪) মুহূর্তরাও গল্প শোনায়
একগুচ্ছ গল্পিকা
মুনমুন মুখার্জ্জী
১)
সেকেলে ভাবনা
______________
-কি হল মালতি, তোমার মেয়ে রোজ বিদ্যালয় যায়না কেন?
-দিদিমণি, ওর বাবা বলে যে, মেয়েরা পড়লে চরিত্রহীন হয়ে যায়।
২)
গোপন মানসিকতা
________________
-বৌয়ের দিদি বলেই তোমাকে দিদিই বলতে হবে? তুমি বয়সে ছোট, নাম ধরেও ডাকা যায়।
-যেত, তোমার মনটা পরিস্কার থাকলে!
৩)
বলার জন্য বলা
______________
ছেলেটার জন্য মায়া হয়;
আমার হাসি পায়। কাকু আমাকে বলেছিল, "ভালো ফলাফল হলেই কি বিজ্ঞান পড়তে হবে"? নিজের ছেলেকে--
৪)
অনিচ্ছা
______________
-তুমি গান জানো জানতাম নাতো--
-জানতাম একসময়ে, এখন সব অতীত।
-আবার শুরু করো!
-পরিবেশ পরিস্থিতি মানুষকে সব ভুলিয়ে দেয়।
৫)
বাস্তব জ্ঞান
______________
নন্দিনী: সব ব্যপারে কৈফিয়ৎ দাবি করলে ভালো লাগে না!
মা: তোমার ভালো লাগা না লাগাতে বাস্তব বদলে যাবে কি?
৬)
চিরদিনের কথা
_____________
আজও মনে পড়ে সেদিনকার কথা, চিঠিতে তোমার ব্যাকুলতা, বছরান্তে দেখা করার কতইনা কাকুতি মিনতি--
আজও কি ভাবো আমার কথা?
৭)
না বলা কথা
___________
পোস্ট অফিসের কাকু আর হাঁক দেয় না, নীল খামের চিঠি আর আসে না। মনের কথাও আর বলা হয় না।
৮)
রূপান্তর
________
আজও মনে আছে আমার বিয়েতে যখন তোমাকে আসতে বলেছিলাম তুমি আসবে না বলেও এসেছিলে। তোমার ভালোবাসা আশীর্বাদ হয়ে গিয়েছিল।
৯)
চাইলেই হয় না
_____________
রমা স্বামীকে বলে, "আমি লোকের বাড়িতে কাজ করে মেয়েকে পড়াচ্ছি, আর তুমি বাবা হয়ে পড়তে না দিয়ে গান চালাচ্ছো?"
১০)
সময়ের মূল্য
______________
সময় তুমি কেমন আছো? মন খারাপ বুঝি? তাহলে আমরা কোথায় যাই? এই বন্দি জীবনে হাঁপিয়ে উঠেছি। তুমি সাথে থেকো।
১১)
গিরগিটি
______________
-দাদু গায়ে গিরগিটি পড়লে কি হয়?
-গিরগিটি?
-হুম
-টিকটিকি হলে রাজা হতিস, কিন্তু গিরগিটি?
-আজ আমার গায়ে পড়েছিল।
-অ্যাঁ?
১২)
সতর্কতা
__________
-আরে মাধব, তুমি দাদার কাজটা করলে না যে?
-আমি পারব না, তাঁর অনেক প্রশ্ন--
-টাকা পয়সার ব্যাপার, প্রশ্ন থাকবেই।
১৩)
ভুল ভুলাইয়া
______________
-তোমার একটা ভুল ধারণা আমাদের জীবন ওলটপালট করে দিয়েছিল!
-চলো নতুন করে শুরু করি।
-পুরোনোটাই মজবুত আছে, ভাবনা কিসের?
১৪)
পরিস্থিতির শিকার
______________
শ্রাবন্তী বিয়ের পরও অয়নকে মেনে নিতে পারেনি, মনটা নিমাইয়ের আলিঙ্গনে আবদ্ধ।
সুযোগ পেয়েই নারী নির্যাতনের অভিযোগ করে।
বেচারা অয়ন!
১৫)
স্বার্থপর
___________
শুভ বিকেল থেকে মালতিকে খুঁজে পেল না। দুপুরে খুব ঝগড়া হয়েছিল।
অসুস্থ শাশুড়িকে ঘরে আটকে বৌমা নাচগানের আসরে মত্ত!
১৬)
আগে থেকে ভাবা উচিৎ
_____________
শ্বশুরমশাই জামাইকে ডেকে বলেন, "ভালো চাও তো নালিশটা উঠিয়ে মেয়েকে ঘরে নিয়ে যাও।"
জামাই: তারপর সারাজীবন তার পদসেবা করব?
১৭)
একেই বলে কামান দাগা
____________________
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমন পেয়েছেন, বধূ নির্যাতনের মামলায় স্কুলের এক কর্মচারীর বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা। তিনি হিসেবের খাতা নিয়ে হাজির।
১৮)
যূপকাষ্ঠে বলি
____________
দাদা বৌদির অত্যাচারে রাজেশের বউ ঘরে ছেড়ে পালায়, রাজেশের নামে পুলিশে নালিশ করে।
যৌথ পরিবারের যূপকাষ্ঠে বলি হয় রাজেশ!
১৯)
কপালে থাকা চাই
________________
-আরে বন্ধু বিয়ে করিস নি কেন?
-কেউ আমার মন চুরি করেনি, আর ঘর থেকেও দেয়নি!
-সম্পত্তি হাতছাড়া হবে যে!
২০)
মনোবাসনা
_______________
বাদল দিনে ঘরবন্দী রঞ্জন ভাবে তার বউকে তাড়িয়েও দাদা বৌদির শান্তি হয়নি, তাকেও একা করেছে! আসলে তারা কি চায়?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন