গাছ লাগাও বসুন্ধরা বাঁচাও
গাছের অবদান
মুনমুন মুখার্জ্জী
ভেবেছ কি, কি হবে যদি পৃথিবীতে না থাকে গাছ?
পশু পাখি কেউ থাকবে না তো, জলে থাকবে না মাছ।
মানুষের কথা বলাই বৃথা, সেই তো নাটের গুরু,
নিজের স্বার্থে অবিবেচকের মত করে সবকিছু শুরু।
গাছের পাতার জাদুর কাছে বিজ্ঞানের আজও হারে,
জীব জগতের অক্সিজেন আর কে করতে পারে?
শাক সবজি ফুল ফল সব সেও তো গাছের দান,
নিজের প্রয়োজনে কেটে-কুটে কি দিই তার প্রতিদান?
নিজেদের বাঁচাতে এগিয়ে এসে গাছ লাগাতে হবে,
জীববৈচিত্রের রক্ষা করা একমাত্র তবেই হবে।
দূষণের ফলে ধ্বংসের মুখে পৃথিবী যে আজকাল,
আহ্বান করি গাছ লাগিয়ে ধরো বসুন্ধরার হাল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন