নাবুঝ

নাবুঝ
মুনমুন মুখার্জ্জী

ফাগুনে রঙীন হয়ে ভাসে প্রিয় মুখ,
প্রিয় মুখ দেখে ভুলে যাই যত দুখ--
দুখের রাজ্যে উঁকি দেয় পুরোনো সুখ;
সুখের ঠিকানায় খোঁজ পাই প্রিয়ের চোখ!
চোখের গভীরে হারিয়ে যায় মন অবুঝ,
অবুঝ মনকে নাটক বলে অনেক নাবুঝ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গাছ লাগাও বসুন্ধরা বাঁচাও

এক টুকরো ভালোবাসা