৫) মুহূর্তরাও গল্প শোনায়

 



একগুচ্ছ গল্পিকা

মুনমুন মুখার্জ্জী


১)
আমার তুমি
___________
যদি আমাকে জানতে চাও, আমার লেখা পড়ে যাও; 
যদি চিনতে চাও, ভাবনায় মন রাঙাও; 
যদি পেতে চাও, কলমসাথী হও।

২)
জীবনের সীমারেখা
________________
জীবনের পথটাই বাঁকা, 
কেউ একা থাকতে চাইলেও অদৃশ্য কলমের আঁচড়ে মুছে যায় সব সীমারেখা। 
শেষকালে সব শূণ্য, একেবারে ফাঁকা।

৩)
তোকে পেলে আর কি চাই
______________________
আমি চাইনি হতে সাহিত্যিক, চাইনা হতে কবি, 
তোর মনের গোপণ কুঠুরিতে রাখবি কি আমার ছবি? 
তুই কি আমার হবি?

৪)
ভালোবাসার ধরণ
___________
যে তোকে ভালোবাসে ভালোবাসিস তাকে যখন তখন, অপাত্রে ভালোবেসে করিস না নিজের চরিত্র স্খলন; তারচেয়ে ভালো যে তোর মরণ।

৫)
চাইলেই স্বপ্ন সত্যি হয়
___________________
-দাদাভাই, তোমরা সবাই শব্দের জাদুকর, কথার পিঠে কথা দিয়ে স্বপ্ন দেখাও জীবনভর।
-বোনুরে, দেখনা তোরাই পারবি স্বপ্নগুলোকে সত্যি করতে!

৬)
ভয়কে জয়
___________
আমি মনে মনে ভাবি, ভয়টা আমাদের মনের দেশে, যতবেশি খাই ততবেশি দেখায়। আর ভয় খাবনা, দেখবো কেমন চোখ রাঙায়!

৭)
অজানা আতঙ্ক
_____________
ছোট্ট সুমি মাকে বলে, "আর কোনোদিন পাশের বাড়ির দাদুর সাথে কোথাও যাব না!"
অজানা আতঙ্কে সুবি মেয়েকে জড়িয়ে ধরে‌।

৮)
বৈপরীত্য
________
রমেশ দৌড়ে দৌড়ে এসেও ভিড় বাসে উঠতে পারল না, গালাগালি দিল। পরমুহূর্তেই ফাঁকা বাস পেয়ে ভগবান কে ধন্যবাদ জানায়।

৯)
অনুকরণে সিদ্ধিলাভ
__________________
 এক বৃদ্ধকে নীতা বসতে দিলে একটা ছেলে টিপ্পনী কাটে, পরে এক গর্ভবতী মহিলা এলে সেও নীতার মতো উঠে দাঁড়ায়।

১০)
ভালোবাসায় অভিমান
___________________
যখন তুমি ছিলে পাশে, সবাই ছিল আশেপাশে। আজ কেউ কোত্থাও নেই, তুমিও কাছে নেই, সত্যি কি তুমি ভালোবাসতে আমায়?

১১)
সন্দেহ জাগে
___________
দিল্লিতে দিল নেই, শান্তিপুরে শান্তি; উপরওয়ালারও ঘর হয়, মানুষ মনুষ্যত্বহীন। 
বলনা হৃদয় মন দিয়ে তুই, বদলে মন পাবি কি?

১২)
লাখ টাকার প্রশ্ন
______________
-আচ্ছা মা, দিদিমণির কি খুব টাকার প্রয়োজন? বিদ্যালয়ে ছুটি, টিউশনিতে ছুটি নেই কেন?
-তাহলে তুমি সব ভুলে যাবে সোনামনি!

১৩)
অশুভ সংকেত
_________
শ্বশুরমশাই রুটি বেলতে বেলতে মালতির গালে আটা লাগিয়ে দেন।
 মালতি গম্ভীর হয়ে বলে, "আপনি টিভি দেখতে যান, আমি করছি"।

১৪)
ফাঁকিবাজি
____________
অনুপ মস্ত ফাঁকিবাজ, অতিমারীতে একমাস ধরে ঘরে বসে উত্তর টুকতে পেরে দারুণ খুশি। রোজ প্রার্থনা করে বিদ্যালয় না খোলার!

১৫)
মানবিক মূল্যবোধ
_______________
পড়াতে বসে মধুমিতা এখন আর "বাবা" শব্দ উচ্চারণ করে না, সদ্য দূর্ঘটনায় পিতৃহীন পার্থের চোখ ছলছল করে ওঠে তাই।

১৬)
ঘুরিয়ে প্রতিবাদ
_____________
-বৌমা, আমার বাড়িতে থাকতে হলে আমার সমস্ত আবদার মিটাতে হবে।
-আচ্ছা বাবা, তবে আপনার ছেলে সেটাতে অনুমতি দিলে শুনব।

১৭)
আশঙ্কা
_______
শ্যামলীর ফেসবুক বন্ধু শ্যামলীর একটা গল্প চেয়ে নেয়, চলচ্চিত্র বানাবে বলে! তারপর বেপাত্তা। 
তাই শ্যামলী গল্পটা অনলাইনে প্রকাশ করে।

১৮)
 কালো ডাল
_____________
বিপত্নীক সুজয়বাবু অনন্যাকে বলেন, "আমার পাগল ভাইকে বিয়ে করে তার দায়িত্ব নাও"! 
অনন্যা তাঁর মনোবাসনা বুঝে নাকচ করে দেয়।

১৯)
অশান্তির ভয়
______________
-মণিদীপা, আমি তোমাদের বাড়ি যাচ্ছিলাম, ফোনে রিচার্জ করে দেবে?
-মাসিমা, আর কতদিন ছেলের ভয়ে থাকবেন? মেয়েকে ফোন করতেও লুকাবেন?


২০)
নিজস্ব সিদ্ধান্ত
____________
ফোনে একই সংলাপ শুনে স্বাথী বলল, "শোনো কাকা, জীবনযুদ্ধে হেরে যাওয়া তোমার তত্ত্বকথা আমার মুখস্থ, আপাতত আমাকে লড়তে দাও।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নাবুঝ

গাছ লাগাও বসুন্ধরা বাঁচাও

এক টুকরো ভালোবাসা