৫) মুহূর্তরাও গল্প শোনায়
একগুচ্ছ গল্পিকা
মুনমুন মুখার্জ্জী
১)
আমার তুমি
___________
যদি আমাকে জানতে চাও, আমার লেখা পড়ে যাও;
যদি চিনতে চাও, ভাবনায় মন রাঙাও;
যদি পেতে চাও, কলমসাথী হও।
২)
জীবনের সীমারেখা
________________
জীবনের পথটাই বাঁকা,
কেউ একা থাকতে চাইলেও অদৃশ্য কলমের আঁচড়ে মুছে যায় সব সীমারেখা।
শেষকালে সব শূণ্য, একেবারে ফাঁকা।
৩)
তোকে পেলে আর কি চাই
______________________
আমি চাইনি হতে সাহিত্যিক, চাইনা হতে কবি,
তোর মনের গোপণ কুঠুরিতে রাখবি কি আমার ছবি?
তুই কি আমার হবি?
৪)
ভালোবাসার ধরণ
___________
যে তোকে ভালোবাসে ভালোবাসিস তাকে যখন তখন, অপাত্রে ভালোবেসে করিস না নিজের চরিত্র স্খলন; তারচেয়ে ভালো যে তোর মরণ।
৫)
চাইলেই স্বপ্ন সত্যি হয়
___________________
-দাদাভাই, তোমরা সবাই শব্দের জাদুকর, কথার পিঠে কথা দিয়ে স্বপ্ন দেখাও জীবনভর।
-বোনুরে, দেখনা তোরাই পারবি স্বপ্নগুলোকে সত্যি করতে!
৬)
ভয়কে জয়
___________
আমি মনে মনে ভাবি, ভয়টা আমাদের মনের দেশে, যতবেশি খাই ততবেশি দেখায়। আর ভয় খাবনা, দেখবো কেমন চোখ রাঙায়!
৭)
অজানা আতঙ্ক
_____________
ছোট্ট সুমি মাকে বলে, "আর কোনোদিন পাশের বাড়ির দাদুর সাথে কোথাও যাব না!"
অজানা আতঙ্কে সুবি মেয়েকে জড়িয়ে ধরে।
৮)
বৈপরীত্য
________
রমেশ দৌড়ে দৌড়ে এসেও ভিড় বাসে উঠতে পারল না, গালাগালি দিল। পরমুহূর্তেই ফাঁকা বাস পেয়ে ভগবান কে ধন্যবাদ জানায়।
৯)
অনুকরণে সিদ্ধিলাভ
__________________
এক বৃদ্ধকে নীতা বসতে দিলে একটা ছেলে টিপ্পনী কাটে, পরে এক গর্ভবতী মহিলা এলে সেও নীতার মতো উঠে দাঁড়ায়।
১০)
ভালোবাসায় অভিমান
___________________
যখন তুমি ছিলে পাশে, সবাই ছিল আশেপাশে। আজ কেউ কোত্থাও নেই, তুমিও কাছে নেই, সত্যি কি তুমি ভালোবাসতে আমায়?
১১)
সন্দেহ জাগে
___________
দিল্লিতে দিল নেই, শান্তিপুরে শান্তি; উপরওয়ালারও ঘর হয়, মানুষ মনুষ্যত্বহীন।
বলনা হৃদয় মন দিয়ে তুই, বদলে মন পাবি কি?
১২)
লাখ টাকার প্রশ্ন
______________
-আচ্ছা মা, দিদিমণির কি খুব টাকার প্রয়োজন? বিদ্যালয়ে ছুটি, টিউশনিতে ছুটি নেই কেন?
-তাহলে তুমি সব ভুলে যাবে সোনামনি!
১৩)
অশুভ সংকেত
_________
শ্বশুরমশাই রুটি বেলতে বেলতে মালতির গালে আটা লাগিয়ে দেন।
মালতি গম্ভীর হয়ে বলে, "আপনি টিভি দেখতে যান, আমি করছি"।
১৪)
ফাঁকিবাজি
____________
অনুপ মস্ত ফাঁকিবাজ, অতিমারীতে একমাস ধরে ঘরে বসে উত্তর টুকতে পেরে দারুণ খুশি। রোজ প্রার্থনা করে বিদ্যালয় না খোলার!
১৫)
মানবিক মূল্যবোধ
_______________
পড়াতে বসে মধুমিতা এখন আর "বাবা" শব্দ উচ্চারণ করে না, সদ্য দূর্ঘটনায় পিতৃহীন পার্থের চোখ ছলছল করে ওঠে তাই।
১৬)
ঘুরিয়ে প্রতিবাদ
_____________
-বৌমা, আমার বাড়িতে থাকতে হলে আমার সমস্ত আবদার মিটাতে হবে।
-আচ্ছা বাবা, তবে আপনার ছেলে সেটাতে অনুমতি দিলে শুনব।
১৭)
আশঙ্কা
_______
শ্যামলীর ফেসবুক বন্ধু শ্যামলীর একটা গল্প চেয়ে নেয়, চলচ্চিত্র বানাবে বলে! তারপর বেপাত্তা।
তাই শ্যামলী গল্পটা অনলাইনে প্রকাশ করে।
১৮)
কালো ডাল
_____________
বিপত্নীক সুজয়বাবু অনন্যাকে বলেন, "আমার পাগল ভাইকে বিয়ে করে তার দায়িত্ব নাও"!
অনন্যা তাঁর মনোবাসনা বুঝে নাকচ করে দেয়।
১৯)
অশান্তির ভয়
______________
-মণিদীপা, আমি তোমাদের বাড়ি যাচ্ছিলাম, ফোনে রিচার্জ করে দেবে?
-মাসিমা, আর কতদিন ছেলের ভয়ে থাকবেন? মেয়েকে ফোন করতেও লুকাবেন?
২০)
নিজস্ব সিদ্ধান্ত
____________
ফোনে একই সংলাপ শুনে স্বাথী বলল, "শোনো কাকা, জীবনযুদ্ধে হেরে যাওয়া তোমার তত্ত্বকথা আমার মুখস্থ, আপাতত আমাকে লড়তে দাও।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন