৬) মুহূর্তরাও গল্প শোনায়

 

একগুচ্ছ গল্পিকা

মুনমুন মুখার্জ্জী


১)
জীবনের তিক্ততা
_______________
বন্ধু, এমন কেউ নেইরে যাকে ছিনিয়ে নিয়ে তুই আমাকে কষ্ট দিবি; জীবনে এত ধোঁকা খেয়েছি, আমি ভালোবাসতেই ভুলে গেছি!

২)
পাপ পুণ্য
________
-তোমার উপর এত অত্যাচার করেছি, তাও তুমি কিডনি দেবে?
-তোমার পাপের ফল তুমি পাচ্ছো, আমি নাহয় একটু পুণ্য করলাম।

৩)
লড়াই-ই জীবন
_____________
-আজ আছি, কাল নেই, কি হবে লড়াই করে?
-ভ্রুণ অবস্থা থেকে লড়ছি, আজকে হার মানায় নাকি?
জীবনের নামই লড়াই!

৪)
অবিবেচক
_________
-কাকু, বাবা শয্যাশায়ী, কিছু টাকা ধার দেবেন?
-সেকি? তোমার বাবার তো অনেক টাকা..
-জানি, সবটাই তিনি লক করে রেখেছেন!

৫)
অব্যাহতি
________
-তোমার খেয়ে দেয়ে কোনো কাজ নেই, দিনরাত শুধু আবৃত্তি, নাটক--
-তুমি আছো বলেই তো নিশ্চিন্তে সব চালিয়ে যাচ্ছি সোনাবৌ!

৬)
দৃষ্টিভঙ্গির পার্থক্য
______________
-"কি পরে এসেছো, সবাই তাকাচ্ছে"।
অতীনকে মল্লিকা রেগে বললো, "কেউ তাকাচ্ছে না, তোমার কাছেই আমার পোশাকটাই মুখ্য, আমি গৌণ!

৭)
শুদ্ধিকরণ
_________
বীজনবাবু মহামারীতে মৃত বন্ধুর শবদাহ করে ফিরলেন।
 তাঁর মা বললেন, খোকা ভালো করে স্যানিটাইজার স্প্রে কর, ওটাই আসল শুদ্ধিকরণ।

৮)
স্বপ্নের খোঁজে
___________
বাপ-মা মরা মেয়ে বিনীতা স্বপ্ন সাজাতে মামারবাড়ী থেকে পালিয়ে যায় সুকুমারের সাথে। বিক্রি হয়ে শেষে ঠাঁই নেয় কুয়োতে।

৯)
দায়িত্ববোধ
_________
-ভাই, মাকে একথা বলতে পারলি?
-দিদি, মা শুধু মায়ের কর্তব্যই করেছে?
-মা যদি এক সন্তানের মা হত, তুই আসতিস?

১০)
জীবনের মূল্য
___________
-ঋতুস্রাব চলাকালীন তুমি তুলশি গাছে জল দিলে বৌমা?
-গাছটা রোদে ঝলসে গিয়েছিল মা। গাছটা বাঁচুক আগে, তারপর তো পুজো।

১১)
ভাগ্যের পরিহাস
___________
-পাঁচ বছর হল তোমাদের বিয়ে হয়েছে, এখনো মা হতে পারলে না?
-কি করব বলুন? কুন্তির মন্ত্রটা আমার জানা নেই।

১২)
উপেক্ষা
___________
-দিদিভাই, তোমার এত শত্রু কেন?
-তাদেরকেই শুধাস!
-একটু তেল দিতে পারতে--
-তেল অনেক দামী ভাই।
-তবে উপায়?
-উপেক্ষা কর।

১৩)
স্বভাবের দোষ
___________
-সব কথা সবাইকে বলতে যেওনা, বোকা ভাবতেই পারে, আবার সুযোগ বুঝে ধোঁকা দিতেও পারে।
-জানি বন্ধু, কিন্তু মনে থাকেনা।

১৪)
সুখের পরিমাপ 
___________
কেউ সব পেয়েও হারায়, কেউ সব হারিয়েই তৃপ্তি পায়। সুখের পরিমাপ মাপার কোনো উপায় নাই।
সবটাই যে মনের ব্যাপার।

১৫)
যোগ্যতা
___________
কেউ কষ্ট করে যোগ্য হয়, কেউ অযোগ্য হয়েও সফল হয়ে যায়। তখন যোগ্য ব্যক্তি অযোগ্যের সামনে হাত পেতে দাঁড়ায়।

১৬)
অলিক সুখ
___________
বন্ধু, অলিক সুখের কল্পনায় সারাজীবন কষ্টেই কাটিয়ে দিলে, আজ তোমার আশেপাশের সবাই শুধু তোমার চোখ বোজার অপেক্ষায় অপেক্ষা করছে।

১৭)
সবার সঙ্গে তর্ক চলে না
____________________
বাসন্তী রুদ্রকে বলল, "তোমার কথায় চুপ থাকি বলে মেনে নিই ভাবলে? তুমি একটা পাগল, পাগলের সাথে তর্ক করতে নেই।"

১৮)
গুরুজনদের নকল
___________
দিদিমণি : বড় হয়ে কি হবে?
ছাত্র : বাবার মতো শ্রমিক হবো, দিয়ে মদ খেয়ে বউ পেটাবো।
ছাত্রের বাবা পালিয়ে যায়।

১৯)
মমতায় আঘাত
__________________________
তুমি রমার ছেলেকে সঙ্কটে ফেলতে চাইছো? সাবধান, রমা টের পেলে শুধু পথের কাঁটাই হবে না, তোমাকেই ওই কাঁটায় বিঁধবে।

২০)
দুই মেরুর মিলন
___________
বকুল বুধোনকে বললো, "আমাদের পরিবারের সংস্কৃতি সম্পূর্ণ বিপরীতধর্মী, সংঘাত অনিবার্য। মিল ছায়াছবিতেই হতে পারে। আমরা ভালো বন্ধু হতেই পারি।"

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নাবুঝ

গাছ লাগাও বসুন্ধরা বাঁচাও

এক টুকরো ভালোবাসা