দুষ্টু মিষ্টু
দুষ্টু মিষ্টু
মুনমুন মুখার্জ্জী
চঞ্চল, চপল, চতুর, চাউনি--
মন বলে যেন তোমাকে চিনি,
দুষ্টু মিষ্টু খরগোশ একটু শোনো,
ডিম নিয়ে তুমি খেলছ কেন?
ফাটলে ডিম কি হবে উপায়?
মালিক এসে বকবে তোমায়।
ছোঁয়াছুঁয়ি খেলা খেলব চল,
টাটকা গাজর চায় তো বল।
চাইলে লুকোচুরি খেলতেই পারি,
তোমাদের সাথে নাচাতেও পারি,
থকে গেলে একটু জিরিয়ে নিও,
আমাকে আদরটা করতে দিও।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন