হাসি খুশি

হাসি খুশি
মুনমুন মুখার্জ্জী 

মনটা আমার দুঃখ পোষে, 
সেই যে আমার সেরা সাথী,
মাঝে মাঝে সুখের হাওয়া 
আমার ঘরে জ্বালায় বাতি। 
অল্প একটু সুখের হাওয়া
 দুঃখকে করে সে সহনীয়, 
দুফোঁটা মুক্ত হয়তো ঝরে, 
মনটা কিন্তু হয় কমনীয়। 
সুখের হাওয়ার দোলা লেগে 
মন হাসে ঠিক খিলখিলিয়ে
দুঃখের সাগর এক নিমেষে 
কোথাও যেন যায় মিলিয়ে।
হাসি যেন ছোঁয়াচে রোগ, 
যে দেখে সেও ওঠে হেসে, 
হাসতে গিয়ে কেউ আবার 
অকারণেই কেঁদে ভাসে।
আমার হাসি দেখে যখন 
সবাই হাসে অকারণে, 
খু‌শি তখন বাঁধন ছাড়া 
আমার ছোট্ট অন্তর মনে। 
দুঃখ থাক মনের কোণে, 
খুব যতনে, সংগোপনে, 
হাসার সুযোগ খুঁজি আমি,
খুশি ছড়াতে সবার প্রাণে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নাবুঝ

গাছ লাগাও বসুন্ধরা বাঁচাও

এক টুকরো ভালোবাসা