৩) মুহূর্তরাও গল্প শোনায়

 

একগুচ্ছ গল্পিকা

মুনমুন মুখার্জ্জী


১)
টাকার মায়া
__________
জানিস বন্ধু, আমি তাকেই ভালোবাসতাম যে আমাকে ভালোবাসতো, কিন্তু সে যে আরও অনেককেই ভালোবাসে তা জানতাম না। টাকার মায়া---

২)
অতিরিক্ত আত্মবিশ্বাসী
___________________
কি যে ছাইপাঁশ লেখো, টাকা পেলে তাও বুঝতাম, আমাকে দেখো..
খবরের শিরোনাম:- অন্যমনস্কভাবে গরম জলের বালতিতে বিদ্যুৎপৃষ্ট হন বিবেকবাবু!

৩)
মানুষ গিরগিটি
_____________
ভাইপোর জন্মদিন, ঘরে অনেকের নিমন্ত্রন। রামু রাতের খাবার কিনে বাড়িতে ঢুকতেই তার দাদা বৌদি বলল, "আজ তো আমরাই দিতাম"!

৪)
সবাই নিজের নিজের
___________________
অভিমানে সুবল বলল, "দিদি তুমি বৌদিদের কিচ্ছু বললে না?"
-"তোর বউ নেইতো ভাই, গেলে ওদের ঘরেই উঠতে হয়।"

৫)
চিটিং
______
তিল তিল করে জমানো টাকা, অতিরিক্ত লোভে চিটফান্ডে জমা করেন রথিনবাবু; 
শেষে চিটিংয়ের শিকার হন। শোকে শরীর ভেঙে যায়!

৬)
নিজের পরিচয়
_____________
কখনো কখনো নিজের পরিচয় ঘটা করে দিতে হয় লোকের বিশ্বাস অর্জনের জন্য; তাতে অনেকে বললে বলবে নিজের ঢাক পেটাচ্ছে!

৭)
রেজিস্ট্রি বিয়ে
_____________
বুঝলি রেজিস্ট্রিটা করেই ফেলি--
মা তুমি বাবাকে ডিভোর্স দিলে কবে?
তুই চলতো!
পঁচিশ বছর পর বিবাহ বার্ষিকীতে রেজিস্ট্রি বিয়ে!

৮)
সেরা
_____
"কেউ কারো নয়, সবই মায়া"- রাহুল বলতেই বাসু চিৎকার করে, "তুই আর তোর ছেলে আকাশ থেকে পড়েছিস, দায়িত্বজ্ঞানহীন পুরুষ!"

৯)
ধোঁকাবাজের অপেক্ষায়
____________________
-বিনয়দা তুমি আসবে কথা দিয়েও সময়ে কথা রাখোনি; আজ আমাকে ধোঁকাবাজ বলছো? 
-না তপু, তোমার বিনয়দা আজও তোমার অপেক্ষায়!

১০)
নিমন্ত্রণ রক্ষা
____________
-কি ব্যাপার শ্যামল সোশ্যাল মিডিয়ায় তোমাকে দেখা যাচ্ছে না?
-বন্ধু রথিন ফেসবুকের বিভিন্ন নিমন্ত্রণ রক্ষা করতে করতে আমি নাজেহাল!

১১)
অনুদান ও সাবলম্বন
_________________
বিকাশ: অনুদান নয়, সবাই সাবলম্বন হলেই দেশের উন্নয়ন সম্ভব;
মানব: কিন্তু সবাই তো সমান শিক্ষিত নয়, তাই অনুদানও প্রয়োজন!

১২)
রাজার স্বপ্ন
__________
অত স্বপ্ন দেখিস নারে বাপ, আমরা খেটে খাওয়া মানুষ। ভিখিরির চোখে রাজার মতো স্বপ্ন দেখলে জীবনটাই বরবাদ হয়ে যাবে।

১৩)
মিথ্যা শপথ
___________
সুবীর, বিয়ের পিঁড়িতে তুমি মিথ্যাই শপথ করেছিলে, তোমার একটা অবিবাহিত বউ আছে জানলে আমি কখনোই তোমাকে বিয়ে করতাম না।

১৪)
দুধের দাম
_________
অসুস্থ কামিনী দেবী প্রায় নব্বই ছুঁই ছুঁই, বৃদ্ধ উজ্জ্বল বাবু প্রতি মুহূর্ত ব্যস্ত কি কি করলে মা ভালো থাকবেন।

১৫)
প্রবচন বাস্তবসম্মত নয়
____________________
"সময় থাকতে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ কর"; 
গুরুদেবের কথা শুনে মানিক বলে, "আপনি তবে আমার বাবা মায়ের দায়িত্ব নিন!"

১৬)
টক মিষ্টি ঝাল
_____________
কি গল্প শুনতে চাও, টক মিষ্টি ঝাল গল্প আছে আমার ঝুলিতে। 
গল্প শোনার জন্য মণিকা মাসির পাড়াতে খুব খাতির।

১৭)
তোর স্বপ্ন আমার চোখে
____________________
জানিস বেটা, আমি রোজ নিজেকে দেখি মনের আয়নায়। তোর দেখা স্বপ্নগুলোই সেখানে সাজানো। তোর স্বপ্নই আজ তোর মায়েরও স্বপ্ন।

১৮)
হারিয়ে গেছে মানে
_______________
কলম বলে, কবি কবিতা কোথায়?
-দেখে শুনে শব্দরা ভাষা হারিয়েছে! 
-তাহলে গদ্য--
-ফিরলে পৃথিবীর ছন্দ, লিখব আবার ভালো মন্দ।

১৯)
আসল চোর
___________
মালিক পক্ষের দাবি মৃতব্যক্তি চোর বলেই জানতোনা ওখানে বিপদ আছে। 
কারখানার ঠিকাদার সুযোগ বুঝে শ্রমিকটির পরিচয়পত্র লোপাট করে দিয়েছে।

২০)
মাপা হাসি
_________
সারাক্ষণ মুখ গোমড়া করে থাকিস কেন মিষ্টু? বাজে লাগে।
ম্যাম, বাবা বলেছে বোকারা বেশি হাসে। আমি তাই মেপে হাসি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নাবুঝ

গাছ লাগাও বসুন্ধরা বাঁচাও

এক টুকরো ভালোবাসা