পোস্টগুলি

দুষ্টু মিষ্টু

দুষ্টু মিষ্টু মুনমুন মুখার্জ্জী  চঞ্চল, চপল, চতুর, চাউনি-- মন বলে যেন তোমাকে চিনি, দুষ্টু মিষ্টু খরগোশ একটু শোনো, ডিম নিয়ে তুমি খেলছ কেন? ফাটলে ডিম কি হবে উপায়?  মালিক এসে বকবে তোমায়।  ছোঁয়াছুঁয়ি খেলা খেলব চল,  টাটকা গাজর চায় তো বল। চাইলে লুকোচুরি খেলতেই পারি,  তোমাদের সাথে নাচাতেও পারি,  থকে গেলে একটু জিরিয়ে নিও,  আমাকে আদরটা করতে দিও।

চেনা কাহিনী

চেনা কাহিনী মুনমুন মুখার্জ্জী সুখ-দুঃখ, হাসি-কান্না আমাদের চিরসাথী। যদিও দুঃখ থাকে আমাদের সাথে সব চেয়ে বেশী। কিন্তু একঝলক খুশির বাতাস সব ধুয়ে মুছে একাকার করে দেয়। তখন সব ভুলে আমাদের মন আনন্দে ভরে ওঠে। যার রেশ কখনো কখনো সারা জীবন থেকে যায়।  এ প্রসঙ্গে একটা ঘটনা মনে পড়ে গেল।  সেবার গ্রাজুয়েশনের ফাইনাল পরীক্ষা। পরীক্ষার ঠিক দিন ১৫/১৬ আগে একদিন রাত দুটোয় গ্রাম থেকে একটা গাড়ী এসে মা বাবাকে তুলে নিয়ে যায়।  যাবার আগে আমাকে বাবা ঘুম থেকে ডেকে তোলে বাইরের দরজা লাগানোর জন্য। তাই কিছুই শুনতে পাই নি। কিন্তু আন্দাজ করতে পেরেছিলাম নিশ্চয়ই দাদুর কিছু হয়েছে। মনটা ভার হয়ে যায়। যাবার ইচ্ছা থাকলেও কিছু করার ছিল না। বোনের মাধ্যমিক শেষ, ভাই-এর উচ্চমাধ্যমিক শেষ। কিন্তু পরদিন তার জয়েন্টের পরীক্ষা ছিল।  আর আমার কথা তো আগেই বলেছি। এমনিতেই লেখাপড়ায় আমি খুব ভালো ছিলাম না। বিশ্বাস ছিল গেলে নির্ঘাত ফেল! দুদিন পরে এক দিদি এসে খবর দিল বাবা বলেছে আমরা সবাই যেন সকালেই গ্রামের বাড়িতে যাই বাবার মাইনের খাম নিয়ে। অশৌচ পালতে হবে। আমি একটু অবাক হই। কারণ বাবা লেখাপড়া ব্যপারে খুব শক্ত। অবশ্য আমি থাকল...

হাসি খুশি

হাসি খুশি মুনমুন মুখার্জ্জী  মনটা আমার দুঃখ পোষে,  সেই যে আমার সেরা সাথী, মাঝে মাঝে সুখের হাওয়া  আমার ঘরে জ্বালায় বাতি।  অল্প একটু সুখের হাওয়া  দুঃখকে করে সে সহনীয়,  দুফোঁটা মুক্ত হয়তো ঝরে,  মনটা কিন্তু হয় কমনীয়।  সুখের হাওয়ার দোলা লেগে  মন হাসে ঠিক খিলখিলিয়ে দুঃখের সাগর এক নিমেষে  কোথাও যেন যায় মিলিয়ে। হাসি যেন ছোঁয়াচে রোগ,  যে দেখে সেও ওঠে হেসে,  হাসতে গিয়ে কেউ আবার  অকারণেই কেঁদে ভাসে। আমার হাসি দেখে যখন  সবাই হাসে অকারণে,  খু‌শি তখন বাঁধন ছাড়া  আমার ছোট্ট অন্তর মনে।  দুঃখ থাক মনের কোণে,  খুব যতনে, সংগোপনে,  হাসার সুযোগ খুঁজি আমি, খুশি ছড়াতে সবার প্রাণে।

৬) মুহূর্তরাও গল্প শোনায়

  একগুচ্ছ গল্পিকা মুনমুন মুখার্জ্জী ১) জীবনের তিক্ততা _______________ বন্ধু, এমন কেউ নেইরে যাকে ছিনিয়ে নিয়ে তুই আমাকে কষ্ট দিবি; জীবনে এত ধোঁকা খেয়েছি, আমি ভালোবাসতেই ভুলে গেছি! ২) পাপ পুণ্য ________ -তোমার উপর এত অত্যাচার করেছি, তাও তুমি কিডনি দেবে? -তোমার পাপের ফল তুমি পাচ্ছো, আমি নাহয় একটু পুণ্য করলাম। ৩) লড়াই-ই জীবন _____________ -আজ আছি, কাল নেই, কি হবে লড়াই করে? -ভ্রুণ অবস্থা থেকে লড়ছি, আজকে হার মানায় নাকি? জীবনের নামই লড়াই! ৪) অবিবেচক _________ -কাকু, বাবা শয্যাশায়ী, কিছু টাকা ধার দেবেন? -সেকি? তোমার বাবার তো অনেক টাকা.. -জানি, সবটাই তিনি লক করে রেখেছেন! ৫) অব্যাহতি ________ -তোমার খেয়ে দেয়ে কোনো কাজ নেই, দিনরাত শুধু আবৃত্তি, নাটক-- -তুমি আছো বলেই তো নিশ্চিন্তে সব চালিয়ে যাচ্ছি সোনাবৌ! ৬) দৃষ্টিভঙ্গির পার্থক্য ______________ -"কি পরে এসেছো, সবাই তাকাচ্ছে"। অতীনকে মল্লিকা রেগে বললো, "কেউ তাকাচ্ছে না, তোমার কাছেই আমার পোশাকটাই মুখ্য, আমি গৌণ! ৭) শুদ্ধিকরণ _________ বীজনবাবু মহামারীতে মৃত বন্ধুর শবদাহ করে ফিরলেন।  তাঁর মা বললেন, খোকা ভালো করে স্যানিটাইজা...

৫) মুহূর্তরাও গল্প শোনায়

  একগুচ্ছ গল্পিকা মুনমুন মুখার্জ্জী ১) আমার তুমি ___________ যদি আমাকে জানতে চাও, আমার লেখা পড়ে যাও;  যদি চিনতে চাও, ভাবনায় মন রাঙাও;  যদি পেতে চাও, কলমসাথী হও। ২) জীবনের সীমারেখা ________________ জীবনের পথটাই বাঁকা,  কেউ একা থাকতে চাইলেও অদৃশ্য কলমের আঁচড়ে মুছে যায় সব সীমারেখা।  শেষকালে সব শূণ্য, একেবারে ফাঁকা। ৩) তোকে পেলে আর কি চাই ______________________ আমি চাইনি হতে সাহিত্যিক, চাইনা হতে কবি,  তোর মনের গোপণ কুঠুরিতে রাখবি কি আমার ছবি?  তুই কি আমার হবি? ৪) ভালোবাসার ধরণ ___________ যে তোকে ভালোবাসে ভালোবাসিস তাকে যখন তখন, অপাত্রে ভালোবেসে করিস না নিজের চরিত্র স্খলন; তারচেয়ে ভালো যে তোর মরণ। ৫) চাইলেই স্বপ্ন সত্যি হয় ___________________ -দাদাভাই, তোমরা সবাই শব্দের জাদুকর, কথার পিঠে কথা দিয়ে স্বপ্ন দেখাও জীবনভর। -বোনুরে, দেখনা তোরাই পারবি স্বপ্নগুলোকে সত্যি করতে! ৬) ভয়কে জয় ___________ আমি মনে মনে ভাবি, ভয়টা আমাদের মনের দেশে, যতবেশি খাই ততবেশি দেখায়। আর ভয় খাবনা, দেখবো কেমন চোখ রাঙায়! ৭) অজানা আতঙ্ক _____________ ছোট্ট সুমি মাকে বলে, "আর ...

৪) মুহূর্তরাও গল্প শোনায়

  একগুচ্ছ গল্পিকা মুনমুন মুখার্জ্জী ১) সেকেলে ভাবনা ______________ -কি হল মালতি, তোমার মেয়ে রোজ বিদ্যালয় যায়না কেন? -দিদিমণি, ওর বাবা বলে যে, মেয়েরা পড়লে চরিত্রহীন হয়ে যায়। ২) গোপন মানসিকতা ________________ -বৌয়ের দিদি বলেই তোমাকে দিদিই বলতে হবে? তুমি বয়সে ছোট, নাম ধরেও ডাকা যায়। -যেত, তোমার মনটা পরিস্কার থাকলে! ৩) বলার জন্য বলা ______________ ছেলেটার জন্য মায়া হয়; আমার হাসি পায়। কাকু আমাকে বলেছিল, "ভালো ফলাফল হলেই কি বিজ্ঞান পড়তে হবে"? নিজের ছেলেকে-- ৪) অনিচ্ছা ______________ -তুমি গান জানো জানতাম নাতো-- -জানতাম একসময়ে, এখন সব অতীত। -আবার শুরু করো! -পরিবেশ পরিস্থিতি মানুষকে সব ভুলিয়ে দেয়। ৫) বাস্তব জ্ঞান ______________ নন্দিনী: সব ব্যপারে কৈফিয়ৎ দাবি করলে ভালো লাগে না! মা: তোমার ভালো লাগা না লাগাতে বাস্তব বদলে যাবে কি? ৬) চিরদিনের কথা _____________ আজও মনে পড়ে সেদিনকার কথা, চিঠিতে তোমার ব্যাকুলতা, বছরান্তে দেখা করার কতইনা কাকুতি মিনতি-- আজও কি ভাবো আমার কথা? ৭) না বলা কথা ___________ পোস্ট অফিসের কাকু আর হাঁক দেয় না, নীল খামের চিঠি আর আসে না। মনের কথাও আর...

৩) মুহূর্তরাও গল্প শোনায়

  একগুচ্ছ গল্পিকা মুনমুন মুখার্জ্জী ১) টাকার মায়া __________ জানিস বন্ধু, আমি তাকেই ভালোবাসতাম যে আমাকে ভালোবাসতো, কিন্তু সে যে আরও অনেককেই ভালোবাসে তা জানতাম না। টাকার মায়া--- ২) অতিরিক্ত আত্মবিশ্বাসী ___________________ কি যে ছাইপাঁশ লেখো, টাকা পেলে তাও বুঝতাম, আমাকে দেখো.. খবরের শিরোনাম:- অন্যমনস্কভাবে গরম জলের বালতিতে বিদ্যুৎপৃষ্ট হন বিবেকবাবু! ৩) মানুষ গিরগিটি _____________ ভাইপোর জন্মদিন, ঘরে অনেকের নিমন্ত্রন। রামু রাতের খাবার কিনে বাড়িতে ঢুকতেই তার দাদা বৌদি বলল, "আজ তো আমরাই দিতাম"! ৪) সবাই নিজের নিজের ___________________ অভিমানে সুবল বলল, "দিদি তুমি বৌদিদের কিচ্ছু বললে না?" -"তোর বউ নেইতো ভাই, গেলে ওদের ঘরেই উঠতে হয়।" ৫) চিটিং ______ তিল তিল করে জমানো টাকা, অতিরিক্ত লোভে চিটফান্ডে জমা করেন রথিনবাবু;  শেষে চিটিংয়ের শিকার হন। শোকে শরীর ভেঙে যায়! ৬) নিজের পরিচয় _____________ কখনো কখনো নিজের পরিচয় ঘটা করে দিতে হয় লোকের বিশ্বাস অর্জনের জন্য; তাতে অনেকে বললে বলবে নিজের ঢাক পেটাচ্ছে! ৭) রেজিস্ট্রি বিয়ে _____________ বুঝলি রেজিস্ট্রিটা করেই ফেলি...